ইউক্রেন যুদ্ধ নিয়ে দেয়া আগের বক্তব্য থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আগে বলেছিলেন, ‘যদি তিনি ক্ষমতায় আসেন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন।’ এখন সেই বক্তব্য থেকে সরে এসে তিনি বলেন, আমি সেটি ব্যঙ্গ করে বলেছিলাম।
শুক্রবার প্রচারিত ‘ফুল মেজার’ টেলিভিশন অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তিনি কিভাবে এত অল্প সময়ের মধ্যে যুদ্ধের সমাধান করবেন। এর জবাবে তিনি বলেন, ‘আসলে আমি সেটা ব্যঙ্গ করেছিলাম। তবে আমি এটি নিষ্পত্তি করতে চাই এবং আমি মনে করি আমি সফল হব।’
ট্রাম্পের অতীত বক্তব্য ও প্রতিশ্রুতি
ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারবার বলেছেন, তিনি ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান করবেন। ২০২৩ সালের মে মাসে সিএনএন-এর একটি টাউন হলে তিনি বলেন, ‘এই যুদ্ধে রুশ ও ইউক্রেনীয় অনেক মানুষ মারা যাচ্ছে। আমি চাই তাদের মৃত্যু বন্ধ হোক। আমি এটা ২৪ ঘণ্টার মধ্যেই করে দেখাব।’
এরপর সেপ্টেম্বরে এক বিতর্কে তিনি আরো বলেছিলেন, ‘যদি আমি প্রেসিডেন্ট হই, আমি দায়িত্ব নেয়ার আগেই এই যুদ্ধের সমাধান করব। আমি রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সাথে কথা বলব, তাদের একত্রিত করব এবং চুক্তি করাব।’
বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি
ট্রাম্পের এই নতুন মন্তব্য তার অতীতের দাবির সাথে বেশ বড় ধরনের পার্থক্য তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অতিরঞ্জিত মন্তব্যের ইতিহাস থাকলেও এবার তিনি নিজের বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।
একজন বিশ্লেষক বলেন, ‘ট্রাম্প প্রায়ই বড় বড় প্রতিশ্রুতি দেন, যা পরে বাস্তবতার সাথে মিল হয় না। এবারো তিনি তার আগের দাবির বিপরীত কথা বলেছেন।’
তবে ট্রাম্পের সমর্থকদের মতে, তিনি কূটনৈতিক দক্ষতা দিয়ে যুদ্ধ বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারেন। তার শাসনামলে মার্কিন পররাষ্ট্রনীতিতে শক্ত অবস্থান দেখা গিয়েছিল, যা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার পথ খুলতে পারে।
সূত্র : এপি