শাহিন সামি: ফিলিস্তিনে মুসলিমদের উপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হোসেনপুর পৌর এলাকার তৌহিদ জনতা।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর হোসেনপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন।
বিক্ষোভ মিছিলটি হোসেনপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে হোসেনপুর পৌরসভা, উপজেলা ও হোসেনপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হোসেনপুর নতুন বাজার চত্বর প্রদক্ষিণ করে হোসেনপুর বাজার মিষ্টি পট্টি হয়ে হোসেনপুর (হাসপাতাল মোড়) কালেমা শাহাদাহ্ চত্বরের সামনে এসে সমবেত হয়।
বিক্ষোভ মিছিলে তৌহিদি জনতা ‘ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো’; ‘আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই’ সহ ইসরাইলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্লেকার্ড দেখা যায়।
বিক্ষোভ মিছিল শেষে কালেমা শাহাদাত চত্বরে সমাবেশে তৌহিতি জনতা ইসরাইলের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য প্রদান করেন।