1. admin@hossainpurpratidin.com : admin :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় এসএসসি ১৯৯৬ ব্যাচ এর ঈদ পূনর্মিলনী ও নৌকা ভ্রমণ কিশোরগঞ্জে আন্দোলনে মিছিলে হামলা মামলার আসামির কারাগারে মৃত্যু ‎ডাঃআবুল কেনানের সাথে শিকড় ক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত কটিয়াদীতে ঈদের রাতে জানালা দিয়ে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ কুলিয়ারচরে ঈদের দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার-থাইল্যান্ডে নিহত ১৫০ কটিয়াদীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুদি দোকানি আটক কটিয়াদীতে মাদকের টাকা জোগাতে মামাতো ভাইকে অপহরণ, ১৬ ঘন্টা পর উদ্ধার পুমদী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

যুক্তরাষ্ট্রে নগর বাউলের কনসার্ট, ইতিহাস গড়তে যাচ্ছেন জেমস

হোসেনপুর প্রতিদিন ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

রকস্টার ব্যান্ড নগর বাউলের কিংবদন্তি সংগীতশিল্পী জেমস এবার যুক্তরাষ্ট্র মাতাতে যাচ্ছেন। আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে একটি বিশাল কনসার্টে অংশ নেবেন তিনি। জানা গেছে, আয়োজনের বিশালতায় বাংলাদেশি কোনো ব্যান্ড ও সংগীত তারকার জন্য এটি নতুন ইতিহাস হতে যাচ্ছে। আর সেই ইতিহাসের অংশ হতে পারেন এ রকস্টার। বয়সকে কেবল একটি সংখ্যা বানিয়ে তিনি গান করে চলেছেন আপন মনে। এখনো তার কনসার্টকে ঘিরে দর্শকদের উৎসব নামে।

তারুণ্যের উন্মাদনায় নগর বাউল ব্যান্ডসংগীতে যারা থাকছেন— ফারুক মাহফুজ আনাম জেমস  (ভোকাল), আহসান এলাহি ফ্যান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার), তালুকদার সাব্বির (বেজ গিটার)।

‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’—এ শিরোনামের এ কনসার্টটির টিকিট ইতোমধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেন্যুটিকে আটটি ধাপে ভাগ করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখানে সর্বনিম্ন ৪৯ থেকে সর্বোচ্চ ১৫০ ডলার পর্যন্ত মূল্যের টিকিট পাওয়া যাবে। বর্তমানে আর্লি বার্ড টিকিটের ওপর বিশেষ ছাড় চলছে, যা পাওয়া যাচ্ছে ticketfuse.com-এ।

নসার্টের আয়োজকদের মধ্যে একজন হচ্ছেন সাজ্জাদুল ইসলাম। তিনি বলেন, ডালাসে এর আগে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি ব্যান্ড পারফর্ম করেনি। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে।

এদিকে আমেরিকায় থাকা নগর বাউল ভক্তদের জন্য এটি একটি দারুণ সুযোগ। কেউ যেন এ কনসার্ট মিস না করেন সেই আহ্বান জানিয়েছেন জেমস। তিনিও মুখিয়ে আছেন শ্রোতার সমুদ্রে গিটারে সুর তুলে তার ভরাট কণ্ঠে কনসার্ট মাতাবেন বলে।

এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে যায় নগর বাউল। সেখানে তাদের ১০টি কনসার্টে গাওয়ার কথা ছিল তার। কিন্তু দলটির জনপ্রিয়তা এতই বেশি যে যুক্তরাষ্ট্র প্রবাসীদের আগ্রহে ২৫টি শোতে পারফর্ম করতে হয়েছিল জেমস ও তার দলকে। এবারের সফরেও এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, নগর বাউলের লাইনআপ : ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল), আহসান এলাহি ফ্যান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার), তালুকদার সাব্বির (বেজ গিটার)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ হোসেনপুর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park